logo
আপডেট : ৪ নভেম্বর, ২০২৩ ২২:০১
দৃষ্টিহীনদের পাশে বগুড়া ওয়াইএমসিএ
প্রেস বিজ্ঞপ্তি

দৃষ্টিহীনদের পাশে বগুড়া ওয়াইএমসিএ

বগুড়ার সারিয়াকান্দি এলাকায় দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করছে বগুড়া ওয়াইএমসিএ।  এ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন সকলের সাথে মিলেমিশে জীবন ধারণ এবং সুখে-দুখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। নিজের স্বার্থের জন্য জীবন নয়, স্ব স্ব ধর্মীয় চেতনায় মানুষকে সেবাধর্মে অনুপ্রাণিত করা উচিত। মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ যিনি মানুষের উপকার করেন। পরোপকারের মাধ্যমে যে আনন্দ লাভ করা যায় সে আনন্দই জীবনকে করে সুন্দর। সমাজে অসহায় মানুষকে প্রাণবন্ত করে তোলাই মানবের ধর্ম।

শনিবার শতাধিক অসহায় ও গরীব চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই চক্ষু শিবিরে অসহায় ও গবীর চক্ষু রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেই সঙ্গে চক্ষু শিবিরে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র ও চশমা প্রদান করা হয়।

এছাড়াও দেড় ডজন চক্ষু রোগীর চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব রোগীদের শতভাগ সঠিক চিকিৎসা দেওয়ার লক্ষ্য নিয়েই বগুড়া খ্রিস্টান মিশন হাসপাতাল মানুষের জন্য কাজ করে যাচ্ছে। 

এখানে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা বলেন, এমন চক্ষুসেবা কার্যক্রম আমাদের জন্য কত বড় একটা উপকার বয়ে এনেছে তা বলে বোঝানো যাবে না। এখানে এ সুযোগ না পেলে আমরা সাধারণ জনগণের সমস্যার সমাধান পেতে অনেক কষ্ট পেতে হতো। মেডিকেল টিমে থাকা প্যারামেটিকস অপথালটিকস মিঃ দীলিপ মারান্ডী বলেন, এখানে এসে বিভিন্ন বয়সী রোগীর চক্ষু পরীক্ষা করে দেখতে পাচ্ছি বেশির ভাগই ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। অথচ তারা বিষয়টি আগে বুঝতেই পারেনি। এ ছাড়া অনেকেরই অ্যালার্জির সমস্যা আছে। কিছু ব্যক্তিদের জটিল সমস্যাও পেয়েছি। আমরা তাদের আমাদের হাসপাতালে আসতে বলেছি। সেখানে আরো উন্নত পরীক্ষার পর প্রয়োজনীয় সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া ওয়াইএমসিএ’র অর্থ সম্পাদক টোনাম সরকার ইপকপ প্রকল্পের ম্যানেজার জাকির হোসেনসহ প্রমুখ।