logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২৩ ১২:২৮
নরসিংদীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক

নরসিংদীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

নরসিংদী শিবপুরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা কারারচল জুটমিল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইসমাইল গাজি (৩৫)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় আনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফলবাহী একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের সামনে বসা থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহতাবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।