logo
আপডেট : ৫ নভেম্বর, ২০২৩ ১২:৩৩
নেপালে আবারও ভূমিকম্প
অনলাইন ডেস্ক

নেপালে আবারও ভূমিকম্প

শুক্রবার রাতের ভয়াবহ ভূমিকম্পের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নেপাল। এখনও ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। 

এমন পরিস্থিতিতে রোববার (৫ নভেম্বর) ভোররাতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ৬। কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের কেন্দ্রস্থল। উৎসস্থলের গভীরতা ছিল ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় কম্পন। তবে কম্পনের তীব্রতা কম থাকায় নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

নেপালের সঙ্গে সঙ্গে ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ৫।

পাহাড়ের কোলে সাজানো দেশ নেপাল শুক্রবারের ভূমিকম্পে ইতিমধ্যে বিধ্বস্ত। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫৭। আশঙ্কা আরও বাড়তে পারে এই সংখ্যা। এরমধ্যেই ফের ভূমিকম্পে আতঙ্কে নেপালবাসী।

হিমালয়ের পাদদেশের দেশ নেপাল বিশ্বের অন্যতম সক্রিয় টেকটোনিক অঞ্চলে অবস্থিত। ফলে এটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু ও ১০ লাখ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।