লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে দুই শ’ ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
গত রোববার রাত আটটায় সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয়া ছিন্নমূল মানুষের মধ্যে ওই প্যাকেটজাত খাবার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিন্নমূল মানুষের হাতে খাবার প্যাকেটগুলো তুলে দেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা মো. সালাহউদ্দিন বেগ।
এ সময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক লায়ন কহিনুর বেগম, সাধারণ সম্পাদক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কিন্ডারগার্টেন শাখা) জাবেদ আলী শেখ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের প্রবীণ সদস্য লায়ন আলহাজ্ব আজমল সরকার, লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন কাজী একরামুল হক, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক লায়ন আনিছুর রহমান বুলেট,লায়ন ফারুক আহম্মেদ, লায়ন রেজাউল হক, লায়ন জোবায়দুল ইসলাম মিন্টুলায়ন নুরন্নবী দুখু, লায়ন রুহুল আমিন জুয়েল, লায়ন গোলাম রুবায়েত মিন্টু, লায়ন আবু নাসের চৌধুরী বাবু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।