গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শিল্প শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই উত্তেজিত শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ, সাউন্ডগ্রেনেডও নিক্ষেপ করছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে একই স্থানে আজমেরী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে আগুন জুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছে।
জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত এন এন গার্মেন্টসের মিতালি ফ্যাশন লিমিটেড, হাতিমারা এলাকার কটন ক্লাব নিটওয়্যার লিমিটেডসহ কোনাবাড়ীর বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা গতকাল থেকেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। সেই ধারাবাহিকতায় আজও কাজে যোগদান না করে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন অগ্নিসংযোগ চালাচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে, দফায় দফায় শ্রমিক-পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথবাহিনী একত্রে চেষ্টা চালাচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম জানান, আজকে সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ীতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ আন্দোলন ও যানবাহণ ভাঙচুর ও দুটি বাসে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তৎপরতা চালাচ্ছে।