বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন এর অন্তর্গত প্রত্নতন্ত্র এলাকা মহাস্থান গড়ের দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য জিয়তকুন্ডু ও পশুরাম প্যালেস(রাজ প্রাসাদ) এই গুরুত্বপূর্ণ প্রত্নতন্ত্র নিদর্শণের বুক চিড়ে গড়ে তুলেছে স্থায়ী একটি ব্যবসায়িক প্রতিষ্ঠিান। যা সম্পূর্ন অবৈধ স্থাপনা। মহামান্য হাইকোর্টর নির্দেশে বগুড়া জেলা প্রসাশক সাইফুল ইসলামের এর দিক নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশ এর প্রেক্ষিতে ৪ ঘন্টা ব্যাপি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ নভেম্বর মঙ্গলবার বিকালে স্থাপনাটি উচ্ছেদ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহাস্থানগড় প্রত্নতান্ত্রিক জাদুঘরের কাষ্ট্রডিয়ান (তত্বাবধায়ক) নাহিদা সুলতানা, ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইনগত সহযোগিতা করেন শিবগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক বরিউল আলম সহ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা রক্ষী আনসার বাহিনী ও রায়নগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, রায়নগর ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।