logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২৩ ১২:২৮
বায়ুদূষণ: লাহোরে জরুরি অবস্থা ঘোষণা, সপ্তাহে ৪ দিন ছুটি
অনলাইন ডেস্ক

বায়ুদূষণ: লাহোরে জরুরি অবস্থা ঘোষণা, সপ্তাহে ৪ দিন ছুটি

বায়ুদূষণে পর্যুদস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাব। প্রদেশটির রাজধানী লাহোরসহ বেশ কয়েকটি শহরের বায়ু পরিস্থিতি নাজুক হওয়ায় কিছু কিছু শহরে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি একদিনের জায়গায় বাড়িয়ে করা হয়েছে ৪দিন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দশনা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) লাহোর ও পার্শ্ববর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যান্য জেলায় ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সেই সঙ্গে বায়ুদূষণের কারণে সৃষ্ট ভারী কুয়াশার কারণে সপ্তাহে ৪দিন ছুটিও ঘোষণা করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি এসব তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক ও অন্যান্য জনসমাগম স্থান (পাবলিক প্লেস) রোববার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। তবে বাজার ও দোকানপাট বন্ধ থাকবে শনিবার ও রোববার।

মহসিন নকভি বলেন, ক্রমবর্ধমান ধোঁয়াশার কারণে চলমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লাহোর, গুজরানওয়ালা, হাফিজাবাদ ও নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, প্রশাসন এর মধ্যেই উচ্চসতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানো ও বাতাসে ধোঁয়াশা সৃষ্টিকারী অন্যান্য কারণগুলোর বিরুদ্ধে পদক্ষেপ ত্বরান্বিত করতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, লাহোরে প্রায় ১ কোটি ৪০ লাখ লোক বসবাস করেন। বিষাক্ত ধোঁয়ার স্তরে আচ্ছন্ন শহরটি বর্তমানে নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এক্সপ্রেস ট্রিবিউন