logo
আপডেট : ৮ নভেম্বর, ২০২৩ ১২:৫৬
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ বেষ্টিত দেশ ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক এক। খবর এএফপির।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৪৫৩) ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে বান্ডা সাগরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি।

দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সির (বিএমকেজি) তথ্যমতে, তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে কম্পন অনুভূত হয়েছে। শহরটির বাসিন্দা ল্যামবার্ট তাতাং এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। কিন্তু, এখানকার মানুষ আতঙ্কিত হয়নি। আমরা ভূমিকম্পে অভ্যস্ত।’

৪১ বছর বয়সী এই ব্যক্তি বলেন, ‘যখন আমরা সুনামির সতর্কতা দেওয়া হয়নি জেনেছি তখন থেকেই জীবনযাত্রা স্বাভাবিক হয়।’

‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত বছরের নভেম্বরে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প জাভার প্রদেশের পশ্চিমে আঘাত হেনেছিল। এতে প্রাণ হারায় ৬০২ জন। এ ছাড়া ২০০৪ সালে ৯ দশমিক এক মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে এক লাখ ৭০ হাজারই ছিল ইন্দোনেশিয়ান।