logo
আপডেট : ৯ নভেম্বর, ২০২৩ ২১:৪২
ঘোড়াঘাটে ছেলে সন্তান না হওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে ছেলে সন্তান না হওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ছেলে সন্তান না হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের মৃত নওশা মিয়ার ছেলে সাগর মিয়া(২৪) গত ৪ বছর পূর্বে পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের সমশের আলীর পালিত নাতনি ফেরদৌসী বেগম ২২) কে বিয়ে করে। এরপর তাদের সংসার চলাকালে ফেরদৌসী বেগমের কোন ছেলে সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে। এর এক পর্যায়ে বুধবার দুপুর ১২টার দিকে তার বাড়ীর পার্শ্বের মাঠের জমিতে সাগর মিয়া তার স্ত্রী ফেরদৌসী বেগমকে ঘাস কাটতে পাঠিয়ে দেয়। এরপর সাগর মিয়া সেখানে গিয়ে তার স্ত্রী ফেরদৌসী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে জমির মধ্যে ফেলে আসে। স্থানীয় লোকজন ফেরদৌসী বেগমের লাশ জমিতে দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান দিনাজপুর এডিশনাল ক্রাইম এসপি আব্দুল্যা মাসুমের নেতৃত্বে ৬ ঘণ্টায় হত্যার রহস্য ও মটিভ উদ্ধার করে তার স্বামী সাগর মিয়াকে গ্রেফতার করে তার স্ত্রীর লাশ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ফেরদৌসী বেগমের নানা সমশের আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছে।