সারাদেশে বিএনপি ও সমমনা দলের ডাকা তৃতীয় দফা অবরোধের ১ম দিনগত রাতে বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তরা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরন ও পেট্রল বোমা নিক্ষেপ করেছে। এতে অফিসের চেয়ার পুড়ে ও ভাংচুর করা। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল, বিষ্ফোরিত ককটেলের কাঁচের টুকরা ও ভাঙ্গা চেয়ার জব্দ করেছেন। এঘটনায় পুলিশ গতকাল বৃহম্পতিবার বিকেল ৫টায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ককে রুহুল আমিনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, গত বুধবার রাত সাড়ে ১১টায় আদমদীঘির পুর্ব ঢাকারোডে আওয়ামীলীগ অফিসে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলুসহ নেতৃবর্গ অবস্থান করছিল। এসময় ৩/৪টি মোটরসাইকেল যোগে ৮/৯ জনের দুর্বত্ত এসে অফিস লক্ষ করে পরপর ২ টি ককটেল ও পেট্রল বোমা নিক্ষেপ করে। এসময় পেট্রল বোমায় চারিদিকে আগুন ছড়িয়ে গেরে অল্পের জন্য রক্ষা পায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু সহ নেতৃবর্গ।
ককটেল বিস্ফোরণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অফিসের সামনে রাখা ৪/৫টি চেয়ার ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন জালিয়ে ্ধসঢ়;ত্রাসের সৃষ্টি করে দুর্বত্তরা সান্তাহারের অভিমুখে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। রাতেই আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বিএনপি ও জামায়াতের লোকেরা আদমদীঘি উপজেলায় তাদের কর্মসুচী সফল করতে না পেরে রাতের অন্ধকারে আওয়ামীলীগ অফিসে ককটেল ও পেট্রল বোমা নিক্ষেপ করে এলাকায় আতংক ছড়ায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল, বিষ্ফোরিত ককটেলের কাঁচের টুকরা ও কয়েকটি ভাংচুর করা চেয়ার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।