logo
আপডেট : ১০ নভেম্বর, ২০২৩ ১৪:৪৬
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
অনলাইন ডেস্ক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) ভোররাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক নায়েব আলী (৪৫) ও হেলপার শফিউল জামান (২৮)। নায়েব আলী ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গ্রামের ফয়েজ উল্লার ছেলে ও শফিউল জামান একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এর পেছনে থাকা একটি মুরগী বোঝাই পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপারের মৃত্যু হয়।