বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ আলমের নামে স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে। শুক্রবার রাতে শহরের আটাপাড়া এলাকায় নামকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
১৯৫৩ সালের ১৩ জানুয়ারি বগুড়া সদরের আটাপাড়া এলাকায় জন্ম নেন বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ। ছিলেন বগুড়া জিলা স্কুলের মেধাবী ছাত্র। ঢাকায় ডেন্টাল কলেজে পড়াকালীন দেশে যুদ্ধ শুরু হলে দেশের জন্য খাতা-কলম রেখে অস্ত্র হাতে তুলে নেন। এপ্রিলে ট্রেনিংয়ের জন্য ভারতে যান বগুড়ার এই কৃতি সন্তান। আসামের হাফলংয়ে প্রায় ৫ মাসের ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর সদস্য হিসেবে আগস্টের শেষভাগে দেশে ফেরেন ডা: আলম। বগুড়ার বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন তিনি।
মুক্তিযুদ্ধে নিজ এলাকায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ স্থানীয় ঢাকা-রংপুর মহাসড়কের পার্শ্ববর্তী ওয়াপদা মোড় থেকে আটাপাড়া সংযোগ সড়কটির নামকরণ করা হয়েছে তার নামে। এর আগে, বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ আলমের নামে এই রাস্তার নাম রাখতে গণস্বাক্ষর করে জেলার ৫ শতাধিক বাসিন্দা।