বগুড়ায় নানা আয়োজনে নাট্যব্যক্তিত্ব তৌফিক হাসান ময়নাকে সংবর্ধনা প্রদান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই নাট্য ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করায়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধনা উপ কমিটির সদস্য সচীব মাহবুবর রহমান মানিক।
অনুষ্ঠানে সংবর্ধিত নাট্য ব্যক্তিত্ব তৌফিক হাসান ময়নার জীবনী ও মানপত্র পাঠ করেন শ্রাবণী সুলাতানা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন আলমগীর কবির, প্রনব, সঞ্চয়, শ্রুতি, মুহুর্ত সরকার, অর্পিতা, অর্পন। নৃত্য পরিবেশন করে নৃত্য ছন্দম আর্টস একাডেমি, নৃত্যমন্দির পারফর্মিং আর্টস একাডেমি, মৌসুমি নৃত্যাশ্রম ও বুলবুল নৃত্যকলা কেন্দ্র। শেষে বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা কলতুর গান নাট্য আলেখ্য পরিবেশন করেন। অনুষ্ঠানে জোটভুক্ত বিভিন্ন সংগঠন ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দ সংবর্ধিত নাট্যব্যক্তিত্ব তৌফিক হাসান ময়নাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, ছাত্রজীন দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে বেড়ে ওঠা তৌফিক হাসান ময়না ১৯৮০ সালে বগুড়া থিয়েটার প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৮১ সালে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নাট্য আন্দোলনে যুক্ত হন। বর্তমানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগটনের দায়িত্ব পালন করছেন।