বগুড়ার নন্দীগ্রামে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন যোগদান করেছে। অপরদিকে অনোয়ার হোসেন এক আদেশে ঢাকা সিআইডি হেডকোয়ার্টার্সে বদলি হয়। নবাগত ওসি আজমগীর হোসাইন শনিবার বিকেলে নন্দীগ্রাম থানার বিদায়ী ওসি আনোয়ার হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে ওসি পদে যোগদান করেন।
এসময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেনে। জানা যায় শেরপুর থানার ওসি তদন্তের দায়িত্বে ছিলেন আজমগীর হোসেন। বগুড়া জেলার পুলিশ সুপার ও (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম বার এর নির্দেশে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন।
আজমগীর হোসাইনের বাড়ি নীলফামারীর ডুমার উপজেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নবাগত ওসি আজমগীর হোসাইন বলেন, উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকবেন। এবিষয়ে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।