logo
আপডেট : ১১ নভেম্বর, ২০২৩ ২২:৪৫
আত্রাইয়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

আত্রাইয়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করেন উপজেলা যুবলীগ।

সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জন্মদিনের কেক কেটে বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। ।

র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। র‌্যালিতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এরপর র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী যুবলীগের সভাপতি হাফিজুল ইসলাম শেখের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, উপজেলার আট ইউনিয়ন যুবলীগ সভাপতি-সাধারন সম্পাদকসহ আ’লীগ পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন।