নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্কুলে যাবার কথা বলে মাহামুদ হাছান (১৩) নামের এক শিশু দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির বাবা এমজাদুল মোল্লা আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে মাহমুদ হাছান বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকাল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে তার বাবা এমজাদুল মোল্লা আত্রাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, মঙ্গলবার সকালে শিশুটির বাবা থানায় জিডি করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানের জন্য বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠানো হয়েছে।