আপডেট : ১৫ নভেম্বর, ২০২৩ ১২:০৭
ফেনী বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার আটক
অনলাইন ডেস্ক
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য জানান।
গ্রেপ্তারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। তবে তাকে কোথা থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, নেতাকর্মীদের আটক করে আন্দোলনের গতিপথ আটকানো যাবে না। আর ফেনী হলো আন্দোলনের নগরী। এখানে আন্দোলন অতীতেও হয়েছে, এখনও হচ্ছে এবং আগামীতেও দুর্বার আন্দোলন হবে।