logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৩ ২২:১৯
বানারীপাড়ায় তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

বানারীপাড়ায় তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

বরিশালের বানারীপাড়ায়  জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছে।
 
বুধবার সন্ধ্যায় সিইসি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পৌর শহরের বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু সিইসিকে ধন্যবাদ ও তফসিলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন উর রশিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রহিম মাল,যুগ্ম সম্পাদক রাহাদ সুমন,কৃষক লীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান সেলিম ,কৃষক লীগ নেতা শফিকুল ইসলাম বাবু, সুজন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান বালী,যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন,মশিউর রহমান সুমন,আতিক বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল কবির মিঠুন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও মাহাতাব হোসেন মহসিন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শফিক শাহিন প্রমুখ। এদিকে  তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর নেতৃত্বে পৌর শহরে পৃথক আনন্দ মিছিল বের করা হয়।