নীলফামারীর সৈয়দপুরে ফ্রি ডায়াবেটিস্ চিহ্নিতকরণের এক বিশেষ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজে ওই ক্যাম্প ও আলোচনা আয়োজন করা হয়। এ সি আই ফার্মা লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।
এতে মূখ্য আলোচক ছিলেন সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায়। এতে প্রধান অতিথি ছিলেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী।
সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজী’র সঞ্চালনায় আলোচনা সভা প্রতিষ্ঠানের টেকনিশিয়ান এস.এম আনোয়ারুল হক বাবলুসহ হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন ফ্রি ডায়াবেটিস চিহ্নিতকরণের বিশেষ ক্যাম্পে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ডায়াবেটিস পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। এছাড়াও ডায়াবেটিস চিহ্নিত রোগীদর বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।