logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩ ১২:২২
‘সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে আ.লীগ’
অনলাইন ডেস্ক

‘সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে আ.লীগ’

আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপোষহীন লড়াই সংগ্রাম করেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের পবিত্র সংবিধানে অর্পিত দায়িত্বের ক্ষমতা বলে দ্বাদশ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমরা গতকাল (১৫ নভেম্বর) তাদের ঐতিহাসিক ঘোষণাকে স্বাগত জানিয়েছি এবং ধন্যবাদ জানয়েছি।

ওবায়দুল কাদের বলেন, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সংবিধান, গণতন্ত্র রীতিনীতি প্রতিপালনে প্রতিশ্রুতি থাকার প্রত্যয় ব্যক্ত করছি। নির্বাচিন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান ও নির্বাচন রিলেটেড ফেসিলেটেড করার অঙ্গীকার ব্যক্ত করছি।