logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩ ১৪:২২
দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক

দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা

কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ ঘিরে আছে বৃষ্টির শঙ্কা।  তবুও এই ম্যাচে প্রথমে ব্যাট করা দলেরই বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ স্পিন ফ্রেন্ডলি পিচে প্রথমে ব্যাট করা দলই বাড়তি সুবিধা পায়। ইনজুরি  কাটিয়ে অজি একাদশে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও দক্ষিণ আফ্রিকার একাদশে ফিরেছেন লেগস্পিনার তাবরেজ শামসি। 

দক্ষিণ আফ্রিকা একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ভান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশাভ মহারাজ, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাদা, তাব্রেজ শামসি। 

অস্ট্রেলিয়া একাদশঃ ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জশ ইংলিস (উইকেটকিপার), মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।