logo
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৩ ২১:২০
সৈয়দপুরে কারখানায় অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষতি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে কারখানায় অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষতি

নীলফামারীর  সৈয়দপুরে একটি লোহার তাঁর তৈরির কারখানায় অগ্নিকান্ডে আনুমানিক দুই কোটি  টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর। 

গতকাল বুধবার দিবাগত রাতে শহরের উপকন্ঠে কামারপুকুরের বাউলপাড়া এলাকায় অবস্থিত একটি কারখানায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে কারখানায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কারখানার ব্যবস্থাপক।

জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও সন্ধ্যার দিকে শ্রমিক-কর্মচারীরা কারখানাটি বন্ধ করে চলে যান। রাত আনুমানিক দুইটার দিকে আকস্মিক কারখানাটিতে আগুনের ঘটনা ঘটে। কারখানায় আগুন দেখতে পেয়ে নৈশপ্রহরী চিৎকার করতে থাকেন। এসময় নৈশপ্রহরী  চিৎকার শুনে  আশেপাশের লোকজন দ্রুত ছুঁটে আসেন। পরে আগুনের বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে খবর দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেন। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন দ্রুতগতিতে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। পরে সৈয়দপুর ফায়ার  সার্ভিসের কর্মীরা কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিকান্ডে কারখানার মূল্যবান সব মেশিনপত্র ও মালামাল  পুড়ে ছাঁই হয়ে যায়।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)  মো. সিরাজুল হক জানান, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘন্টার  চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। আর কারখানাটির প্রায় দুই  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।