logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩ ১২:৫২
পোরশায় কৃষকের পিয়াজ গাছে কীটনাশক দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

পোরশায় কৃষকের পিয়াজ গাছে কীটনাশক দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় আফাজ উদ্দীন নামের এক দরিদ্র কৃষকের ৫শতাংশ জমির পিয়াজ গাছে কীটনাশক প্রয়োগ করে ঝলসে দিয়েছে দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর ইউনিয়নের গানইর গ্রামে।

জমির মালিক মৃত্যু ইদ্রিস আলীর ছেলে আফাজ উদ্দীন জানান, তার লীজ নেওয়া জমিতে রোপনকৃত পিয়াজ গাছে কে বা কাহারা বুধবার দিবাগত রাতে কীটনাশক প্রয়োগ করে। এতে তার ৫শতাংশ জমির সব পিয়াজ গাছ ঝলসে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে তিনি থানায় একটি মামলা করবেন বলে জানান।
 
পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিবেন।