দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন ও নির্বাচনে বিচার বিভাগের কী ভূমিকা এসব বিষয় কমনওয়েলথের প্রতিনিধিরা জানতে চেয়েছেন।
সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ৪ সদস্য বিশিষ্ট কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালীন আইন নিয়ে জানতে চেয়েছিলেন প্রতিনিধি দলটি। নির্বাচনকালীন সহিংসতা কীভাবে মোকাবিলা করা হয় এ নিয়েও জানতে চেয়েছেন তারা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও জানতে চান তারা।
মূলত নির্বাচনের সময় কী ধরনের সমস্যা হয় আর সেগুলোকে আইনের মাধ্যমে কীভাবে মোকাবিলা করা হয়, এক্ষেত্রে জুডিশিয়ারির কী ভূমিকা এসব নিয়ে জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধি দল, বলেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন কমনওয়েলথের প্রতিনিধি দল। সফরকালে তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন।