আপডেট : ২১ নভেম্বর, ২০২৩ ১৪:০৮
বগুড়ার শেরপুর পন্যবাহী দুই ট্রাকে আগুন
শেরপুর বগুড়া প্রতিনিধি
রাতের অন্ধকার মহাসড়কে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় আতঙ্কে ভীত হয়ে পড়েছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা। হরতাল-অবরোধ নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। সোমবার রাতে সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুরে মহাসড়কের দশমাইল এলাকায় ঢাকা আগামী পণ্যবাহী দুটি ট্রাক থামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, কাহালু উপজেলা থেকে একটি ট্রাকে মাটি ভর্তি করে ঢাকার পথে এবং আরেকটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিলো। মাটিবাহী ট্রাকের চালক আফজাল হোসেন জানান, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের গতিরোধ করে। এরপর পেট্রোল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাক দুটির সামনের অংশ কিছুটা পুড়ে গেছে। শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা জানান, দুটি ট্রাকে কারা আগুন দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। নাশকতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।