logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:১৭
ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত
অনলাইন ডেস্ক

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

রাজধানীর ডেমরার পাইটি এলাকায় বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনের রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।