logo
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:২৫
ফের ভূমিকম্পে কাঁপলো নেপাল
অনলাইন ডেস্ক

ফের ভূমিকম্পে কাঁপলো নেপাল

আবার ভূমিকম্পে কাঁপলো নেপাল। বুধবার দিবাগত রাতে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিলো ৪ দশমিক ৫।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিলো নেপালের মাকওয়ানপুরের চিতলাং গ্রাম। স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৩ নভেম্বর নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৫৭ জনের মৃত্যু হয়েছে।