আপডেট : ২৩ নভেম্বর, ২০২৩ ১২:৫০
হাকিমপুরে আমন ধান-চাল সংগ্রহের অভিযান শুরু
মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে সরকারিভাবে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উদ্বোধন করা হয়েছে হিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের কার্যক্রম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি এলএসডি খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও লায়লা ইয়াসমিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৩০৪ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।