logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩ ১২:২২
ইসরাইলি কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনির মুক্তি
অনলাইন ডেস্ক

ইসরাইলি কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনির মুক্তি

যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও ৩৯ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এ নিয়ে যুদ্ধবিরতির প্রথম দিন থেকে মোট মুক্তিপ্রাপ্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর আগে তৃতীয় ধাপে ১৩ ইসরাইলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরাইলের মধ্যে বন্দিবিনিময়ের তৃতীয় দিনে সব মিলিয়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মুক্তি উপলক্ষ্যে রোববার (২৬ নভেম্বর) রাতে অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন।

সেখানে তারা মুক্তি পাওয়া বন্দিদের বহনকারী রেডক্রসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহর পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান।

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এই অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হবে আজ। যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরাইলিসহ ২৪ জনকে মুক্তি দেয় হামাস। অপরদিকে ৩৯ জন কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।