logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩ ১২:৩০
জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: কাদের
অনলাইন ডেস্ক

জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে:  কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে। জনগণই আওয়ামী লীগের বড় শক্তি। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৩তম শাহাদাত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুষ্কর্মের সহযোগী খুঁজে বেড়ায় বিএনপি। সময়ের প্রয়োজনে কৌশলগতভাবে আওয়ামী লীগ আগাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হরতাল-অবরোধ ও বোমাবাজি করে নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না বিএনপি।