আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩ ২১:৪৬
নিউ ঈদগাহ স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাইন ওফেন্ডার
ষ্টাফ রিপোর্টার
সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের চকলোকমান এলাকায় নিউ ঈদগাহ স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সিজন-৫ এর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিজয়ী দল নাইন ওফেন্ডারের হাতে পুরষ্কার তুলেদেন অতিথিরা।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রিজেন্ট ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ১০নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি আরিফুজ্জামান শামীম, পৌর মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক রবিউল হাসান বাবলা, ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তিতাস।
ফাইনাল খেলায় নাইন ওফেন্ডার ক্রিকেট দল নাইট ওয়ারিয়র্স ক্রিকেট দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দল নাইন ওফেন্ডারকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ দল নাইট ওয়ারিয়র্সকে নগদ ৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির বাবলা, অভি, সুপ্ত, সাকিব, সাদমান সহ আরও অনেকে।