logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩ ১২:১৮
ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি
অনলাইন ডেস্ক

ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পের গভীরতা ছিল ৪৪ কিলোমিটার। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার পাপুয়া নিউ গিনির উইওয়াকে ভূমিকম্পটি আঘাত হানে। 

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, এই ভূমিকম্প থেকে অস্ট্রেলিয়ায় সুনামি আঘাত হানার কোনো আশঙ্কা নেই।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে কমপক্ষে ১২৫ জনের মৃত্যু হয়।