logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩ ২৩:৪২
শিবগঞ্জ বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জ বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জ বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় শ্রেণি কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, সহকারি শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, এমদাদুল হক, পরিতোষ সরকার, মেহেদী হাসান, রুসাইদা নাছরিন, কৃষ্ণা তরফদার। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, প্রতিষ্ঠানের সভাপতি এমদাদুল হক, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শোলাগাড়ী প্রাশমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এটিএম লিয়াকত আলী, বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মোকছেদুল বারী, সহকারি শিক্ষিকা শাহনাজ বেগম, আসমাউল হোসনা, মোকছেদা খাতুন, শামছুল নাহার, মুঞ্জুয়ারা, সেলিনা আক্তার, শুক্লারানী পাল, বৃষ্টি চাকী। বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিদ্যালয়ের হল রুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।