logo
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩ ১২:৩৭
কলকাতা নৌ-রুটে ফের চালু হলো পর্যটকবাহী নৌযান
অনলাইন ডেস্ক

কলকাতা নৌ-রুটে ফের চালু হলো পর্যটকবাহী নৌযান

ঢাকা-কলকাতা-ঢাকা নৌ-রুটে বহুল প্রতীক্ষিত যাত্রীবাহী নৌযান চলাচল ফের শুরু হলো।

বুধবার সকালে বেসরকারি ব্যবস্থাপনায় ঐতিহাসিক এই রুটে নারায়ণগঞ্জের পাগলা বিআইডব্লিউটিএ’ ভিআইপি জেটিতে পর্যটকবাহী এই নৌযান চলাচলের শুভসূচনা করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

কার্ণিভাল ক্রুজ লাইনের নৌযান ‘রাজারহাট সি’ সকাল ১০টার কিছু পরে পর্যটকদের নিয়ে কলকাতার উদ্দেশে প্রথম যাত্রাটি শুরু করে

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যার কমডোর আরিফ আহমেদ মোস্তফা, কার্ণিভাল ক্রুজ লাইনের ব্যবস্থাপনা পরিচালক মাসুম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।  

ঢাকা-কলকাতা-ঢাকা ঐতিহাসিক নৌ-রুটে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ২০১৯ সালে বিআইডব্লিউটিএ পরীক্ষামূলকভাবে চালু করেছিল একটি নৌযান। কিন্তু একটি মাত্র যাত্রা করেই তা বন্ধ হয়ে যায়।

নৌ-পথে পর্যটক পরিবহনের সমূহ সম্ভাবনার কথা বিবেচনা করে এই নৌ-রুটটিতে ক্রুজ চালুর পরিকল্পনা নেয় বেসরকারি নৌযান পরিচালনা প্রতিষ্ঠান কার্ণিভাল ক্রুজ লাইনস।

কোভিডের কারণে সেই পরিকল্পনা বিলম্বিত হওয়ায় এ সংক্রান্ত অনুমতি পেতে দীর্ঘ সময় চলে যায়। অবশেষে বুধবার নৌযানটি আনুষ্ঠানিক যাত্রা করতে সক্ষম হলো।