দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে অংশ নিতে কর্মী ও সমর্থক নিয়ে উৎসব মুখর পরিবেশে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বর্তমান সাংসদ আনোয়ার হোসেন হেলাল, অ্যাডভোকেট ওমর ফারুক সুমন (স্বতন্ত্র) নাহিদ ইসলাম বিপ্লব (স্বতন্ত্র), জাহিদুল (স্বতন্ত্র), এম এ রতন (স্বতন্ত্র), আবু বেলাল হোসেন জুয়েল (জাতীয় পাটি), পি কে আব্দুর রব (তৃণমূল বিএনপি), রবি রায়হান (জাকের পাটি), নওশের আলী (স্বতন্ত্র), শাহ জালাল উদ্দিন (স্বতন্ত্র),
বাংলাদেশ কনগ্রেস এর সরদার মো. আব্দুস সাত্তার, খন্দকার ইনতেখাব আলম (এনপিপি)।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মাওলা তথ্য নিশ্চিত করে বলেন, প্রার্থীগণ নির্বাচনী তফসিল মেনে মনোনয়ন দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করা হবে।