শনিবার শাজাহানপুরের কামারপাড়া সবজি-নার্সারী মালিক সমিতির উদ্যোগে ব্যবসায়িক পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সবজি-নার্সারী মালিক সমিতির সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার চুপিনগরের কামারপাড়া, শাহানগরসহ বিভিন্ন এলাকায় সবজি-নার্সারী দ্বারা অত্র এলাকার শিক্ষিত বেকার যুবকরাসহ কৃষাণ-কৃষাণীদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। এ এলাকায় প্রতি বছর ২০/৩০ কোটি সবজি চারা দেশের একতৃতীয়াংশ জেলাসহ বিদেশের মাটিতে বিতরণ করার কারণে শাজাহানপুর উপজেলা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। আমি এ উপজেলার সন্তান হয়ে নিজেকে ধন্য মনে করছি। সবজি-নার্সারী মালিকদের প্রতি আহ্বান আপনারা ফরমালিনমুক্ত, বিষমুক্ত সবজি বীজ বিতরণ করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্মরা ঝুকিপূর্ণ রোগ বালাই থেকে রক্ষা পাবে। জৈব সার ব্যতিরেকে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। এ জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট জৈব সার ব্যবহারের প্রতি গুরুত্বারোপ দিয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের চাষের জমি কমছে। তাই অল্প জমিতে অধিক ফসল ফলাতে উন্নত মানের বীজ ও চারা উৎপাদন করা হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও উন্নত মানের বীজ ও চারা উৎপাদন ও বিপণন করছে। উন্নত মানের বীজ ও চারা উৎপাদনের মাধ্যমে অল্প জমিতে অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে। ফলে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ ও চারা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিণ ও কর্মশালা আয়োজন করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নত মানের বীজ ও চারা উৎপাদন ও বিতরণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুপিনগর ইউপি চেয়ারম্যান মাফুজার রহমান বাবলু, শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা সোহেল তানভির, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতাহার হোসেন মিজু, ছাত্রলীগ নেতা মিন্টু মিয়া, আকাশসহ প্রমুখ। ভালো সবজি চারা বিক্রেতাদের মধ্যে সেরাদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।