নীলফামারীর সৈয়দপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ (হাইব্রিড ও উফশী) বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই বীজ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন।
এতে অন্যান্যদের মধ্যে উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিার তপন কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা, মমিনুর মোস্তফা জামান, মাহ্বুুবর রহমান, মাহবুুুবর রহমান, মেহেদী হাসান, অনিমেষ কুমার দাস, মোস্তাকিম রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের হাতে বিনামূল্যে দুই ও পাঁচ কেজি করে বোরো ধানের ( হাইব্রিড ও উফশী) বীজের প্যাকেট তুলে দিয়ে বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার এক জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে। এদের মধ্যে দুই হাজার এক শত জন কৃষক-কৃষাণী বোরো (হাইব্রিড) ধানের বীজ এবং দুই হাজার জন কৃষক-কৃষাণী বোরো (উফশী) ধানের বীজ পাবেন। বোরো হাইব্রিড আবাদের ক্ষেত্রে প্রতিজন কৃষক এক বিঘা জমির জন্য দুই কেজি হ ধান বীজ এবং বোরো (উফশী) আবাদের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য পাঁচ কেজি ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।