logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৩ ২১:৪৩
পোরশায় দুর্নীতি বিরোধী দিবস পালন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

পোরশায় দুর্নীতি বিরোধী দিবস পালন

নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল। এসময় বিভিন্ন সরকারী ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।