আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৩ ২১:৫৮
নানা আয়োজনে বগুড়া আজিজুল হক কলেজে বেগম রোকেয়া দিবস উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক পদক্ষিণ করে। এসময় ছাত্রীরা বেগম রোকেয়া সাজে র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে বেগম রোকেয়া হলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান।
অন্যান্যদের মধ্যে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দিন, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, হল সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সাধন কুমার দেবনাথ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লাবলু সরকার ও বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরুননেছা ইতি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কর্তন, বেগম রোকেয়া সাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।