logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩ ১৫:৪৩
বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়ার ইন্তেকাল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥

বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়ার ইন্তেকাল

বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৪নং ওয়ার্ড নিবাসী বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী "জনতা ক্লথ স্টোর"র স্বত্বাধিকারী মো. শাহজাহান মিয়া শনিবার দিবাগত  রাত ১টা ৫০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ মেয়ে, দুই ছেলে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

ঢাকা কলেজের সহকারি অধ্যাপক মো. শাহরিয়ার, বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারি অধ্যাপক জাকির হোসেন ও সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন মরহুমের জামাতা। রবিবার (১০ ডিসেম্বর) বাদ জোহর মরহুমের বাড়ি সংলগ্ন আ. রব মৃধার মাঠে প্রথম ও  উপজেলার খেজুরবাড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।