দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক পেয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
সোমবার প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার নিক্সনের চাহিদা অনুযায়ী এ প্রতীক বরাদ্দ দেন।
মুজিবুর রহমান চৌধুরী মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা। তবে তিনি বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি সুবিশাল বাগানবাড়ি করেছেন এবং সেখানেই থাকছেন। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নৌকার প্রার্থী কাজী জাফরউল্যাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার তার নির্বাচনী প্রতীক ছিল আনারস। এরপর ২০১৮ সালে একই প্রার্থীকে সিংস প্রতীক নিয়ে হারান। ওই দুবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাননি। তবে এবার দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।