বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম জোয়ারদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় সান্তাহার সরকারি কলেজ শিক্ষক পরিষদ কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করেন। কলেজের উপাধ্যক্ষ ড. আবদুল ওয়াহবের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফারহানা জিয়া, শাহিন হোসেন, কলেজের প্রভাষক বেলাল হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আনোয়ার কবির তালুকদার ও বিদায়ী অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম জোয়ারদার।
মানপত্র পাঠ করেন প্রভাষক মেহেদি হাসান। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক রবিঊল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম, অধ্যক্ষ শাহনাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিপুল পরিমান শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।