logo
আপডেট : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৫৩
কাহালুতে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত
অনলাইন ডেস্ক

কাহালুতে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তরিকুল ইসলাম (২২), রাকিব প্রামাণিক (১৭) ও মিজান (১৮)। তিন জনই কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় কাঠমিস্ত্রি

জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি থেকে কাহালুর কাজীপাড়ার একটি হোটেলে খেতে যাচ্ছিলেন। বগুড়া ভান্ডারের সামনে এলে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা তথ্যটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দু’জন ঘটনাস্থলে মারা গেছেন। একজনকে হাসপাতালে নেওয়া হলে মারা যান। তিন জনেরই লাশ ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।