বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর রেল লাইনের পাশ থেকে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে আদমদীঘি উপজেলার নশরৎপুর ষ্টেশনের রেল লাইনের পশে অজ্ঞাত ওই ব্যক্তির ট্রেনে কাটা পড়া লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রাতে কোন একটি ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান। লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআইয়ের একটি দল পরিক্ষা নিরিক্ষা করছেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।