বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বিক্রান্তের স্ত্রী অভিনেত্রী শীতল ঠাকুর। এ তারকা দম্পতির এটি প্রথম সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
বিক্রান্ত আনন্দের খবরটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এ পোস্টে বিক্রান্ত লেখেন, ‘আমরা আমাদের ছেলের আগমনের খবর আনন্দের সঙ্গে ঘোষণা করছি।’ তারপর থেকে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন বিক্রান্ত-শীতল। সুনীল শেঠি, রাশি খান্না, সোনাল চৌহান, মনীশ মালহোত্রাসহ অনেক বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন।
একতা কাপুর প্রযোজিত ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিরিজে একসঙ্গে দেখা যায় বিক্রান্ত-শীতলকে। ২০১৫ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১৯ সালে বাগদান সারেন, ২০২২ সালে পারিবারিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।