logo
আপডেট : ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৪
বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত
অনলাইন ডেস্ক

বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বিক্রান্তের স্ত্রী অভিনেত্রী শীতল ঠাকুর। এ তারকা দম্পতির এটি প্রথম সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

বিক্রান্ত আনন্দের খবরটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এ পোস্টে বিক্রান্ত লেখেন, ‘আমরা আমাদের ছেলের আগমনের খবর আনন্দের সঙ্গে ঘোষণা করছি।’ তারপর থেকে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন বিক্রান্ত-শীতল। সুনীল শেঠি, রাশি খান্না, সোনাল চৌহান, মনীশ মালহোত্রাসহ অনেক বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন।

একতা কাপুর প্রযোজিত ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিরিজে একসঙ্গে দেখা যায় বিক্রান্ত-শীতলকে। ২০১৫ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১৯ সালে বাগদান সারেন, ২০২২ সালে পারিবারিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।