logo
আপডেট : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৯
আনসারের ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

আনসারের ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০ টার পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়। লালগালিচায় সুসজ্জিত জিপ গাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় চারপাশ। এছাড়াও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকার বেশকিছু কারখানা বন্ধ রাখা হয়।