আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আইভরি কোস্ট। প্রথমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো এই শিরোপা জিতলো আইভরি কোস্ট।
ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছে আইভরি কোস্ট। তবে গোলের দেখা পাচ্ছিলো না দলটি। ম্যাচের ৩৮ মিনিটে উইলিয়াম ট্রোস্ট-একংয়ের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। প্রথমার্ধে আর কোনো দলই গোল আদায় করতে পারেনি।
বিরতির পরও দাপট ধরে রাখে আইভরি কোস্ট। একাধিকবার প্রতিপক্ষের ডিবক্সে গিয়ে ব্যর্থ হলেও ৬২ মিনিটে আইভরি কোস্টকে সমতায় ফেরান বার্সেলোনার সাবেক ফুটবলার ফ্রাঙ্ক কেসি। সমতায় ফিরে আইভরি কোস্ট মরিয়া হয়ে পড়ে লিড নেয়ার জন্য। ম্যাচের ৮১ মিনিটে ক্যান্সারজয়ী স্ট্রাইকার সেবাস্টিয়ান হ্যালারের গোলে লিড পায় স্বাগতিক আইভরি কোস্ট। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় শিরোপা উল্লাস করে আইভরি কোস্ট।