সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে হেসেখেলে জয় তুলে নিয়েছে শ্রীলংকা। আর এতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে স্বাগতিকরা।
রোববার পাল্লেকেলেতে শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৬ রান তোলে শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে অলআউট হয়ে যায় আফগানরা। ফলস্বরূপ লঙ্কানরা জয় ১৫৩ রানে জয় পায়।
চার ফিফটিতে টানা দ্বিতীয় ম্যাচে তিনশোর্ধ্ব রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। চারিথ আসালঙ্কা খেলেন ৭৪ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস। ৯ চার আর ২ ছক্কায় ইনিংস সাজান তিনি।
দুর্দান্ত ফিফটি হাঁকান অধিনায়ক কুশল মেন্ডিস। ৬ বাউন্ডারি ১ ছক্কায় ৬৫ বলে ৬১ রান করেন তিনি। ৩ বাউন্ডারিতে ৬১ বলে ৫২ রান করেন সাদিরা সামারাবিক্রমা। আরেকটি ফিফটি আসে জেনিথ নিয়ানেজের ব্যাট থেকে। ২ চার আর ২ ছক্কায় ৪৮ বলে ৫০ করেন তিনি।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ধরে খেলার চেষ্টা করেও ব্যর্থ হন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২০ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি।
এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৯৭ রানের দারুণ জুটি করে দলকে সামনে এগিয়ে যান তারা। দুইজনেই হাঁকান ফিফটি। ৭৬ বলে ৫৪ রান করে আউট হয়ে যান ইব্রাহিম।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রহমত শাহও। ৬৯ বলে ৬৩ রান করে সাজঘরের পথে হাঁটেন তিনি। শেষ দিকে ২৫ রান করতেই পড়ে যায় ৮ উইকেট। শেষ পর্যন্ত বিশাল হেরেই সিরিজ খুইয়ে ফেলে আফগানিস্তান।
শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।