logo
আপডেট : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫২
নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার

নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে পাঁচটি ট্রেনের টিকিটনহ কালোবাজারি চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  গত রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেক্স ট্রেনের ১১টি আসনের পাঁচটি টিকিট ও নগদ অর্থসহ তাদেরকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নুর আলমের ছেলে আশরাফুল ইসলাম ওরফে লিখন (৩২) এবং চিলাহাটির মৃত. শুকারু  হোসেনের ছেলে মো. মিন্টু (৪২)।

 রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার দিন গত রবিবার সন্ধ্যায় গোপন খবরের  ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে পুলিশ সদস্যের একটি দল নীলফামারী ডোমারের চিলাহাটি স্টেশনে অভিযান  পরিচালনা করেন। রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃতে পুলিশ অভিযানকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে  গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে চিলাাহটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট, নগদ এক হাজার ৫ শ’ টাকা ও একটি  মোবাইল  ফোন  সেট  উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এ সব টিকিট  চিলাহাটি থেকে ঢাকা   যাওয়ার ১২ ও ১৪  ফেব্রুয়ারি তারিখে। পরে তাদের আটক করে সৈয়দপুর রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধেথানায় একটি মামলা দায়ের হয়েছে।  গতকাল সোমবার তাদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়।