এবারে নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি সরকারি কলেজ থেকে একই সঙ্গে ৫২ শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি সুুুুযোগ পেয়েছেন। আর এ কলেজটি হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। প্রতি বছরের মতো এবারও এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা দারুণ খুশি।
রবিবার বিকেল তিনটায় এমবিবিএম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভীর্তর পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে নীলফামারীর ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫২জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এদের মধ্যে ছাত্র জন এবং ছাত্রী জন। গত বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৩৫জন শিক্ষার্থী মেডিক্যাল কলেজের ভর্তির সুযোগ পেয়েছিলেন।
কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে ২২৬জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ২২৩জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৭জন,এ গ্রেড পেয়েছেন ৬৫জন,এ মাইনাস পেয়েছেন একজন শিক্ষার্থী এবং অনুত্তীর্ণ হন তিন জন। এতে প্রতিষ্ঠানটির পাশের হার দাঁড়িয়েছিল ৯৮.৬৭%। এ প্রতিষ্ঠানটি থেকে এইচএসসি পপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এবারে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৫২ জন। এদের মধ্যে ছাত্রী ৩৪জন। শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে গেল ২০২২ সালে ৩৬ জন, ২০২১ সালে ৪৫ জন, ২০২০ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৮ জন এবং ২০১৮ সালে ৩৬ জন, ২০১৭ সালে ৩৯ শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুুযোগ পেয়েছিলেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান থেকে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের একজন হচ্ছেন হাসান মামুন। গতকাল সোমবার সকালে কথা হয় মেধাবী ওই শিক্ষার্থীর সঙ্গে কালের কন্ঠের প্রতিনধি’র। তিনি বলেন, রংপুর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মামুনদের বাড়ি সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিাড়ায় তাঁর বাবা একজন ব্যবসায়ী। তারা চার বোন এক ভাই। সে অষ্টম শ্রেণিতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ভর্তি হয়। সেখান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর লক্ষ্য ছিল মেডিক্যালে পড়ার। তাঁর সে আশা পূরণ হয়েছে। তিনি জানায়, সে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করে মেডিক্যাল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন। তিনি জানান, কলেজে নিয়মিত উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশুনা করেছি।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান করেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, তাঁর প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানে এবং অত্যন্ত আন্তরিক সহকারে পাঠদান করা হয়। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সকল শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় প্রতিবছর শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ঈষর্ণীয় ফলাফল করে থাকেন। সেই সঙ্গে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিক্যাল কলেজ ছাড়াও বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল, কৃষি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করছেন।